সিটিজেন চার্টার
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর
ভূমিকাঃ স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকারবিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) স্থানীয় সরকারপ্রতিষ্ঠান সমূহকে কারিগরী সহায়তা প্রদান, পল্লী ও শহরাঞ্চলে অবকাঠামোউন্নয়ন ও রক্ষনাবেক্ষন সহ ক্ষুদ্রকার পান সম্পদ উন্নয়নের মাধ্যমে দেশেরআর্থ সামাজিক উন্নয়নে কর্মস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ন অবদান রাখছে। একটা সময় ছিল যখন বাংলাদেশে গ্রামীণ এলাকা যোগাযোগ অবকাঠামো ছিল অত্যন্তনাজুক । আজ এলজিইডি’র মাধ্যমে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে দেশেরসর্বত্র গ্রামীণ যোগাযোগের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে । আজগ্রামের উৎপাদিত ফসল বাজারজাত করন ও পরিবহন সুবিধা বৃদ্ধি পেয়ে কৃষকদেরউৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য প্রাপিত নিশ্চিত হচ্ছে ।এছাড়াও পরিবেশভারসাম্য সংরক্ষন ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে সরকারের জাতীয় কর্মসূচীবাস্তবায়নে ও এলজিইডি’র গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে । বাংলাদেশ সরকারেরনিজস্ব অর্থায়নে ও উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তায় এলজিইডি বিভিন্ন প্রকল্প ওকর্মসূচী বাস্তবায়ন হচ্ছে ।
সিটিজেন সার্টার হল জনগনেরসেবা পাওয়ার অধিকারের লিখিত সনদ । এর মাধ্যমে জনসাধারনের আশা আকাঙ্খারপ্রতিফলন ঘটয়ে বিদ্যমান সেবা সমূহের মান উন্নয়নে সযোগ সৃষ্টি হয় ।সিটিজেন সার্টারের মাধ্যমে সেবা গ্রহনকারীদের যথাসময়ে সেবা প্রদান নিশ্চিতকরা হয় । সেবা প্রদানকারী কর্তৃপক্ষেরে কর্মকান্ডের স্বচ্চতা জবাবদিহিতা ওপ্রশাসনের গতিশীলতা বৃদ্ধি পায় । সিটিজেন সার্টারের মাধ্যমে সেবা গ্রহনকারীও প্রদানকারীর মধ্যে পারষ্পরিত আস্থা বৃদ্ধি পায় ।
এলজিইডি’র মূখ্য দায়িত্বাবলীঃ
এলজিইডি’র খাতওয়ারী প্রধান প্রধান কর্মকান্ডঃ
গ্রামীণ অবকাঠামো | নগর অবকাঠামো | ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন |
|
|
|
১. সেবা কাযর্ক্রম
ক্রঃ নং | সেবার নাম | সেবা গ্রহণকারী | সেবা প্রদানের পদ্ধতি | কাযর্নিষ্পতি সবোর্চ্চ সময় | সেবা প্রদানেরকতৃর্পক্ষ
|
১ | গ্রামিণ অবকাঠামোরক্ষণাবেক্ষণ | উপকার ভোগী জনগণ/স্হানীয়সরকার প্রতিস্ঠানসমূহ | উপজেলারঅন্তর্গতসকল উপজেলা ও ইউনিয়ন সড়কেরবাস্তব অবস্থা, যানবাহন চলাচলেরসংখ্যা এবং সড়কের সেতু / কালভার্ট এরঅবস্হা পযবের্ক্ষণ করেউপজেলা ডাটাবেজ হালনাগাদ করে উপজেলাপ্রকৌশলীজেলার নিবার্হী প্রকৌশলীর কাযার্লয়ে প্রেরণ করবে৷র্নিবার্হী প্রকৌশলী তার আওতাধীন সকল উপজেলার ডাটাবেজ হালনাগাদ করে আঞ্চলিকতত্বাবধায়কপ্রকৌশলীর অফিসে প্রেরন করবে৷ সদর দপ্তর রক্ষণাবেক্ষণ ইউনিট প্রাপ্তহালনাগাদডাটাবেজের আলোকে সফটওয়্যারের সাহায্যে জেলাওয়ারী রক্ষণাবেক্ষণ চাহিদানিরুপণকরবে এবং সাথেসাথে প্রাথমিক স্কীম তালিকা প্রণয়ন করবে। সংশ্লিষ্ঠ জেলার নিবার্হীপ্রকৌশলীর প্রাথমিক স্কীমগুলি উপজেলা প্রকৌশলীরমাধ্যমে সরেজমিনেযাচাই-বাছাই করেসম্ভাব্য প্রাক্কলন প্রণয়ন করবে৷ জেলা রক্ষণাবেক্ষণ কমিটি জেলার বার্ষিকবরাদ্দকৃত বাজেটঅনুয়ায়ী স্কীম তালিকা চূড়ান্তকরতঃ বার্ষিক ক্রয় পরিকল্পনাতে (Annual Procurement Plan) অন্তর্ভূক্ত করে অনুমোদনের জন্য আঞ্চলিক তত্ত্বাবধায়ক প্রকৌশলীরনিকট প্রেরণকরবে-যা যাচাই বাছাই শেষে অনুমোদনের পর সংশ্লিষ্ট জেলার নিবার্হী প্রকৌশলীদরপত্র আহবান করেরক্ষণাবেক্ষণ নির্দেশিকার আলোকে রক্ষণাবেক্ষণ কাজ বাস্তবায়ন করবে। | সর্বোচ্চ ৬ মাস |